খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, সরকার প্রধানের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে- বাংলাদেশ আবারও দেওলিয়াত্বের পথে। মেগাপ্রকল্পের নামে সীমাহীন লুটপাট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানী তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, সারাদেশে রেকর্ড বিদ্যুৎ সংকটসহ স্বাধীন বাংলাদেশ আজ সার্বভৌমত্ব হারাতে বসেছে।
বাংলাদেশের এ মহাক্রান্তিকাল উত্তরণে এবং জনগনের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি কর্মীকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পেলেই শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একদফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা যুবদলের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এরআগে নগরীর ফেরীঘাট মোড় থেকে খুলনা মহানগর ও জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর ও জেলার সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ।
দুপুরের পর থেকেই থানা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে মিছিলে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। রঙিন গেঞ্জি ও ক্যাপ পরে খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত প্লাকার্ড, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে যুবদল কর্মীরা ছিল উৎসবমুখর। মিছিলের অগ্রভাগে ছিল যুবদল খুলনা মহানগর ও জেলা লেখা খন্ডখন্ড প্লাকার্ড; যা প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিটির সৌন্দর্য্য বৃদ্ধি করেছে।
খুলনা গেজেট/এসজেড