জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩ আগষ্ট) বেলা ১১টায় সংগঠনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে খুলনা প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং প্রেসক্লাবে ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ।
সংগঠনের খুলনা মহানগর সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ এস এম এ সায়েম মিয়া, মহানগর শাখার সহ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম রায়হান, প্রকৌশলী আল মামুন চৌধুরী,অধ্যাপক আবুল বাশার, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক ও সাংবাদিক নেতা নূর হাসান জনি,অধ্যাপক মাধব কৃষ্ণ মন্ডল,খালিশপুর থানার সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম, দৌলতপুর থানার সাধারণ সম্পাদক দিপু রায়, মহানগর নেতা মোঃ মিলন শেখ, বিলাস চন্দ্র পাল, মো মিলন হোসেন, অনিরুদ্ধ বৈরাগী,মোঃ সাজিদ হোসেন প্রমুখ।
খূলনা গেজেট/কেএম