খুলনা, বাংলাদেশ | ৬ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

Breaking News

  নিবন্ধন ফিরে পেতে জামায়াতে আপিল পুনরুজ্জীবিত করলেন আপিল বিভাগ, এ আদেশের ফলে জামায়াতের আইন লড়াইয়ের পথ খুলে গেল
  নাটোরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তি নিহত
  সাবেক এমপি ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

‘খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন ২০ মার্চ

নিজস্ব প্রতিবেদক

‘খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে আগামী ২০ মার্চ সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আয়োজন। খুলনায় বঙ্গবন্ধুর সফরের ওপর ভিত্তি করে এ বইটি রচিত হয়েছে।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। ‘খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান এ বইয়ের রচয়িতা। প্রকাশনায় দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ।

১৯৪২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু ৬৬ বার খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট মহাকুমা সফরের ওপর ভিত্তি করেই এ বইয়ের রচনা। বইয়ে দুর্লভ কিছু ছবি স্থান পেয়েছে। এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর লেখকের প্রথম প্রকাশনা ‘খুলনার গণমাধ্যম, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ নামক বইয়ের মোড়ক উন্মোচন হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!