খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

খুলনায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে আলোচনার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অন্যতম দিক হচ্ছে জেলায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন আয়োজিত ১৭ মার্চের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে বঙ্গবন্ধৃর ভাস্কার্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সুবিধামত সময়ে মন্দির মসজিদে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, খুলনায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে আলোচনা সভার আয়োজন, কেসিসি ও সরকারি ভবনসমূহে আলোকসজ্জা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান, নগরীর বিভিন স্থানে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক, ডকুমেন্টরী প্রদর্শন ও আতশবাজির আয়োজন।

এলইডি স্ক্রীনে স্বাধীনতা যুদ্ধ ছাড়াও বঙ্গবন্ধুর ভাষণের তথ্যচিত্র প্রদর্শন হবে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে এ আয়োজন।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!