খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইনজীবী আলিফ হত্যা : ভিডিও দেখে শনাক্ত ১৩ জন, গ্রেপ্তার ৭

খুলনায় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে নগরীর বয়রাস্থ কেএমপি’র পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উদযাপন উপলক্ষে র‍্যালি, শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।এ সময় উপস্থিত ছিলেন মহাঃ আশরাফুজ্জামান (বিপিএম), ডিআইজি (কমান্ড্যান্ট) পিটিসি, খুলনা;  একেএম নাহিদুল ইসলাম (বিপিএম), অতিঃ ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) খুলনা রেঞ্জ; এসএম ফজলুর রহমান, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম), কেএমপি; হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি, (ডেপুটি কমান্ড্যান্ট) পিটিসি, খুলনা; সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও), কেএমপি; লে. কর্ণেল রওশনুল ফিরোজ, অধিনায়ক, র‍্যাব-৬, খুলনা।

আলোচনা সভায় আরও উপস্থিতি ছিলেন মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর); মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ); মোছাঃ তাসলিমা খাতুন, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, খুলনা;  রাশিদা বেগম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি); এম এ জলিল, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা;  এসএম শফিউল্লাহ (বিপিএম), পুলিশ সুপার, খুলনা জেলা;  মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (সদর); রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন);  বি.এম নুরুজ্জামান (বিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি);  সৈয়দ মুশফিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার, পিবিআই, খুলনা জেলা;  মো: আনিচুর রহমান, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, খুলনা;  শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি); মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি); মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি);  মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক); এসএম জাহিদ হোসেন, সভাপতি, খুলনা প্রেসক্লাব, খুলনা; ডাঃ একেএম কামরুল ইসলাম, সভাপতি ও শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর কমিটি পুলিশিং ফোরাম, খুলনা; অধ্যাপক মোঃ আলমগীর কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার, খুলনা মহানগরী মুক্তিযোদ্ধা কমান্ড; সরদার মাহাবুবুর রহমান, কমান্ডার, খুলনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, খুলনা-সহ কেএমপি, খুলনা রেঞ্জ ও সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!