খুলনায় পুলিশে সোর্স হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার (৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে আসামি দুলাল তালুকদার (২৮) কে আটক করা হয়।
আটক দুলাল বাগেরহাটের শরণখোলা থানার আমড়াগাছি এলাকার মোঃ ফারুক তালুকদারের ছেলে। সে খুলনার লবণচরা থানার মোল্লাপাড়ার বাসিন্দা।
আসামির বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, চুরি এবং ছিনতাই সংক্রান্তে মাদারীপুর ও খুলনা মেট্রোপলিটন এলাকায় সর্বমোট সাত টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
খুলনা গেজেট/ এস আই