খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

খুলনায় পানি সংকট নিরসনে বসবে দু’শতাধিক এটিএম বুথ 

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পিত সবুজ ও জলবায়ূ পরিবর্তন মোকাবেলা খুলনাকে স্মার্ট খুলনা মহানগরী গড়তে দু’শতাধিক পানির এটিএম বুথ স্থাপন করা হবে। নগরীর ৩১টি ওয়ার্ডে এসব বুথ স্থাপন হবে। প্রতিলিটার পানির দাম হতে পারে একটাকা। স্থানীয় অংশীজনের মাধ্যমে এ বুথগুলো পরিচালিত হবে।

নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। বেসরকারি সংস্থা সুশীলন ইআরবি প্রকল্পের মাধ্যমে এ কাজ করা হবে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সুশীলন সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। Counterpart International এর কারিগরি সহযোগিতায় প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় Environmental Resilience Building with Citizens’ Needs under Khulna City Corporation of Bangladesh এটি বাস্তবায়ন করবে।

সভায় জানানো হয়, সদ্য সমাপ্ত নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা বিষয়ে রাজনৈতিক দলের ইশতেহারে ৮২টি বিষয় স্থান পেয়েছে। পানীয় জলের সংকট, জলবায়ূ পরিবর্তন মোকাবেলা সেসব প্রতিশ্রুতির অন্যতম।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, সিলভি হারুন, ঝর্ণা আক্তার, উৎপলা মন্ডল প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন সুশীলনের মো: নুরুন্নবী প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!