খুলনা নগরীর ইসলামনগর এলাকার যুবক মো. নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মতিউল হক রাজিবকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ জানুয়ারি) সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানার উপপরিদর্শক মো. আশিক।
এর আগে গত বৃহস্পতিবার মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে নগরীর ইসলামনগর এলাকার মৃত এনামুল হকের ছেলে মামলার সাত নম্বর অভিযুক্ত মতিউল হক রাজিবকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লা হল গেটের বিপরীতে প্রকাশ্যে মো. নয়ন (২৩) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই রাসেল ইসলাম বাবু বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক খুলনা গেজেটকে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হত্যার ঘটনা উদঘটনের জন্য আদালতের নিকট পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদন অনুযায়ী আজ দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি আরও বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
খুলনা গেজেট / এআর