গ্রাম বাঙলার সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও রূপসা নদীতে আগামী শনিবার (০১ জানুয়ারি) নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড স্পন্সরের কারণে এবারের নামকরণ ‘ফ্যান্টাস্টিক ১৪ তম খুলনা নৌকা বাইচ’। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এর আয়োজক।
দুপুর ১টায় রূপসা নদীর কাস্টম ঘাট থেকে পীর খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত বাইচ অনুষ্ঠিত হবে। খুলনার কয়রা, নড়াইল ও গোপালগঞ্জের ১৪টি দল অংশ নেবে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। শৃংখলা রক্ষার্থে নদীর দু’ পাড়ের দু’ তীরে পুলিশ মোতায়েন থাকবে।
অনুষ্ঠানের কলেবর বৃদ্ধির লক্ষে আজ বৃহস্পতিবার স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, আকিজ বেকার্স লিমিটেড‘র চীফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’র সভাপতি মোল্লা মারুফ-আল-রশিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম