খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি: আইন উপদেষ্টা
  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল

খুলনায় নারী ও শিশুদের নিরাপত্তা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় ‘ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ’ শীর্ষক সেমিনার বুধবার) দুপুরে বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।

প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দা লুৎফুন নাহার। বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্ডেন ওনার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সেক্রেটারি মিনা অছিকুর রহমান দোলন।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে নারী ও কন্যাশিশুদের যুক্ত করতে হবে। শিশুদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরিতে পিতা-মাতা এবং শিক্ষকদের ভূমিকা রয়েছে। নারী অধিকার সংশ্লিষ্ট আইন নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ আইনের প্রয়োগ না হলে তা কাগুজে বাঘই রয়ে যায়। শিশুরা নির্যাতনের কথা গোপন রাখে, তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। সেই সাথে অনেক নির্যাতনের কোনো সাক্ষী থাকে না। নারী ও শিশু নির্যাতনের মতো পৈশাচিক ঘটনার সঙ্গে যেসব অপরাধী জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান বক্তারা।

সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!