খুলনা দৌলতপুরে নকল গুড় তৈরির অভিযোগে মো: আকবর আলী (২২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্টেট অপ্রতিম কুমার চক্রবর্তী। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়েছে। আকবর দৌলতপুর এলাকার মো: আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর মুকুল ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে আখের রসের পরিবর্তে মিষ্টির পচা গাদ, গুড়ের রং তৈরির জন্য বিভিন্ন কালার ও কিছু কেমিক্যাল উদ্ধার করা হয়। আকবরের বাড়ি থেকে তৈরি করা নকল কিছু গুড় উদ্ধার করা হয়। এগুলো উদ্ধার করে ধবংস করা হয়। অভিযানের সময় দৌলতপুর থানা পুলিশ, আনসার ও ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।