খুলনায় র্যাব-৬-এর অভিযানে নকল পণ্য তৈরি ও বিভিন্ন পণ্যে ভূয়া স্টিকার ব্যবহার করার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর খালিশপুর ও দৌলতপুরে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম।
রাব-৬’র লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এএসপি মো. মাহবুব উল আলম জানান, ‘খালিশপুর থানাধীন হাউজিং স্টেট নতুন কলোনী এলাকায় টয়লেট এন্ড টাইলস্ ক্লিনার নকল/ভেজাল পণ্য তৈরী এবং সংরক্ষণ করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারায় ওই এলাকার মোঃ গোলাম মোস্তফা মোল্লার ছেলে মোঃ নজরুল মোল্লা (৪৮) কে ৪০ হাজার টাকা এবং দৌলতপুর বিএল কলেজ রোডস্থ মাস্ কর্পোরেশনে নিম্ন মানের ইলেকট্রনিক্স সামগ্রীতে বিভিন্ন দামি ব্যান্ডের লোগো/স্টিকার ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারায় ওই এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাস্ কর্পোরেশনের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’
খুলনা গেজেট / এমএম