দিনে খাঁ খাঁ রোদ ও গরম, আর মাঝরাত থেকে ভোর পর্যন্ত হালকা শীত। জানুয়ারি মাসের পহেলা সপ্তাহ থেকে খুলনার বেশির ভাগ এলাকাজুড়ে আবহাওয়া পরিস্থিতি এমনই।
আবহাওয়াবিদেরা বলছেন, শিগগির এ অবস্থা থেকে অন্তত এ অঞ্চলের মানুষের মুক্তি নেই। মাসের মাঝামাঝির দিকে তাপমাত্রা কমে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।
খুলনা বিভাগের মধ্যে বুধবার (৬ ডিসেম্বর) খুলনা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাকি এলাকাগুলোর দিনের তাপমাত্রা এখনো ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। এরমধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ খুলনা গেজেটকে বলেন, ‘গত ডিসেম্বর মাসেও খুলনার অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল শীতের তীব্রতা, তাপমাত্রাও কম ছিল।’ তিনি আরও বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা বেড়ে শীতের তীব্রতা কমে আসে। এ অবস্থায় আগামী দুই থেকে তিন দিন আরও তাপমাত্রা বাড়তে পারে। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মেঘ থাকার কারণে গরম পড়ছে। তবে আকাশের মেঘ কেটে গেলে মাসের মাঝামাঝি দিকে বেশির ভাগ এলাকায় আবারও শীত জেঁকে বসতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি জানুয়ারি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের মাঝামাঝি থেকে দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতে পারে।
খুলনা গেজেট / এআর