খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

খুলনায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি, উমেশ চত্বরে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান

 নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে বুধবার পালন হবে গণঅবস্থান কর্মসূচি। প্রথম দিকে সোনালী ব্যাংক চত্বরের কথা বললেও শেষ সময়ে দলীয় কার্যালয়ের সামনেই গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বুধবার বেলা ১১টায় থেকে বিকাল ৩টা পর্যন্ত কে ডি ঘোষ রোডে এই কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

এদিকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চ’ও পৃথকভাবে পালন করবে এই কর্মসূচি। বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পালিত হবে নতুন এই মোর্চার কর্মসূচি।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যার কারণে বুধবার বেলা ১১টা থেকে কে ডি ঘোষ রোডে এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ লোকমান হাকিম, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নাগরিক ঐক্য’র নগর আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, ভাসানী অনুসারি পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!