খুলনায় মাদকসহ তিন বিক্রেতা ও সেবন করার অপরাধে এক জনসহ মোট চার জনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন@ইমন(৪০), পিতা-মৃত: তাজুল ইসলাম, সাং-২৭, মিউনিসিপ্যাল ট্যাংক রোড, থানা-খুলনা সদর; মিজানুর রহমান@মিজান(৩৪), পিতা-মৃত: খলিলুর রহমান, সাং-নৈহাটি, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-সাচিবুনিয়া কাটা রেলিং, থানা-লবনচরা এবং কাজী নাহিদ হোসেন(২৭), পিতা-মোঃ কাজী আঃ ছাত্তার, সাং-বাঁশবাড়িয়া, একতার মোড়, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের’কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এছাড়া ফারুক হোসেন(৪২), পিতা-মৃত: রুহুল আমিন, সাং-টুটপাড়া মৌলভীপাড়া মোড়, থানা-খুলনা সদর, খুলনা মহানগরী’ কে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক ব্যবসায়ীদের এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা করা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই