খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে: খলিলুর রহমান
  বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় তিন জনের মৃত্যু, শনাক্তে হার ৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুইটি হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এ সময়ে খুলনায় করোনা শনাক্তের হার ৮ শতাংশ।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩০০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ শতাংশ। আর মারা গেছেন তিনজন। যারমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে দুই জন ও শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়। তবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে বাগেরহাটের মংলার আব্দুস সালাম শেখ (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- খুলনার ডুমুরিয়ার আব্দুস সাত্তার সরদার (৬০) ও নগরীর সদর থানাধীন এলাকার বাসিন্দা সুরাইয়া (৬০)।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!