করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুইটি হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এ সময়ে খুলনায় করোনা শনাক্তের হার ৮ শতাংশ।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩০০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ শতাংশ। আর মারা গেছেন তিনজন। যারমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে দুই জন ও শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়। তবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে বাগেরহাটের মংলার আব্দুস সালাম শেখ (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- খুলনার ডুমুরিয়ার আব্দুস সাত্তার সরদার (৬০) ও নগরীর সদর থানাধীন এলাকার বাসিন্দা সুরাইয়া (৬০)।
খুলনা গেজেট/ টি আই