খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সোমবার (১০ মে) মরহুম বাবুল কাজির পারিবার ও আবুল কালাম আজাদ বাবুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার প্রদান করেন। এ সময় তিনি গুম হওয়া আবুল কালাম আজাদ বাবুর পরিবারের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।
ঈদ উপহার প্রদানে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, আশরাফুল আলম নান্নু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, এইচ এম আসলাম, এ কে এম সেলিম, শহিদুল ইসলাম রিয়াজ, শাকাওয়াত হোসেন, মাহবুবুর রহমান, ইবাদুল ইসলাম, সেলিম হোসেন মন্টু, জিএম মঈন উদ্দিন, হুমায়ুন কবির, আব্দুল জলিল, লিখন, সায়েম, রেজাউল প্রমূখ।
খুলনা গেজেট/ এস আই