খুলনার পাইকগাছায় র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বন্যপ্রাণি তক্ষকসহ আটক ২ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
র্যাব-৬ জানায়, রবিবার খুলনার একটি আভিযানিক দল এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে খুলনা জেলার পাইকগাছা থানাধীন ধামরাইল গ্রাম এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(২) ধারা মোতাবেক অভিযুক্ত মোহাম্মদ আলী গাজী(৬০) এবং জাহাঙ্গীর আলমকে (৪৫) দুইটি বন্যপ্রাণি তক্ষকসহ আটক করে। এ সময় আটক ব্যক্তিদের খুলনা জেলার পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পরবর্তীতে তাদের খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।