খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী চিত্রা ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে মোঃ সোহান হোসেন (১০) নামের এক শিশুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকায় তাকে আটক করা হয়। সে খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকার মোঃ মামুনের ছেলে।
খুলনা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক অসিম কুমার দাস জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেজেরডাঙ্গা অতিক্রম করলে ট্রেনে পাথর নিক্ষেপ করে শিশুটি। তা’ ট্রেনের ইঞ্জিনে লাগে। ট্রেনের গার্ড দ্রুত ওই স্থানে তাকে আটক করে যশোর রেলওয়ে স্টেশনে দিয়ে যায়। সেখান থেকে তাকে খুলনায় আনা হয়েছে। পরে বিকেলে রেলওয়ে আইনের ১৩০ ধারায় মামলা দায়েরের পর তাকে শিশু আদালতে পাঠানো হয়।
খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়জুল হক বলেন, চিত্রা ট্রেনে পাথর নিক্ষেপ করায় দ্রুত ট্রেনটি থামিয়ে সোহান হোসেনকে আটক করে গার্ড ও চালকরা। তাকে আটকের পর রাজশাহী থেকে ফিরতি নকঁশিকাথায় তুলে খুলনা রেল স্টেশন মাস্টারের মাধ্যমে জিআরপি থানায় সোর্পদ করেছেন রেল কর্তৃপক্ষ।
খুলনা গেজেট /এমএম