খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনায় ড্রেনের কাজ শেষ না হওয়ায় অসন্তোষ ও ক্ষোভ বিএনপির, জনভোগান্তি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৯ মাসে নগরীর ৪টি ওয়ার্ড ১৩টি ড্রেনের উন্নয়ন কাজ শেষ না হওয়ায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বর্ষাকালের ৩ মাস কাজ বন্ধ রেখে নগরবাসির ভোগান্তি আর না বাড়ানোর আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি। একই সাথে বর্ষা ও কাঁদাপানির মধ্যে কংক্রিটের ঢালাইসহ সকল কাজ আগামী শীত মৌসুমে সম্পন্ন করার আহবান জানিয়েছেন।

১৮ জুন (শুক্রবার) খুলনা মহানগর বিএনপির দেয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, খুলনা মহানগরীর জলাবদ্ধতা দুরীকরণে প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হয়েছে ২০২০ সালের অক্টোবর মাসে। ২০১৮ সালে একনেকে পাশ হওয়া প্রকল্প নানা কারনে বিলম্ব হয়ে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ৪টি ওয়ার্ডর ১৩টি ড্রেনের প্রথম ধাপের কাজ শুরুর জন্য কার্যাদেশ দেয়া হলেও ৮ মাসে কাজ শেষ না হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া একব্যক্তির খেয়ালখুশি, ইচ্ছা অনিচ্ছা, দলীয় পছন্দের অযোগ্য ঠিকাদার নিয়োগ, অযোগ্য জনবল, একসাথে মূল শহরের সকল ড্রেনের কাজ শুরু করে ড্রেনের আবর্জনা রাস্তার ওপর রেখে যান ও জনগনের চলাচল মাসের পর মাস বন্ধ রেখে জনগনের সীমাহীন ভোগান্তির সৃষ্টি করেছে। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের প্রশ্নবিদ্ধ নিরবতা ও জনগনের অভিযোগ থোড়াই কেয়ার না করায় নগরবাসি জিম্মি হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আবহাওয়ার আগাম বার্তা অনুযায়ী এবার বর্ষার প্রকোপ বেশি যা দীর্ঘস্থায়ী হবে। সেহেতু জলমগ্ন ড্রেনের কাজ করলে মান সম্মত হবে না। সে কারনে সকল কাজ বর্ষা মৌসুমে বন্ধ করে সকল রাস্তা থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সকল আবর্জনা ও নির্মাণ সামগ্রী দ্রুত অন্যত্র সরিয়ে জনগনের চলাচলের জন্য রাস্তা খুলে দেয়া হোক। জনগনের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত নেয়ার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। প্রেস রিলিজ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!