খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

খুলনায় ডাকাতদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদায় ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৩ টার দিকে তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ ওই এলাকার ছাত্তার শেখের ছেলে ও পেশায় একজন দর্জি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৩ টার দিকে আড়পাঙ্গাসিয়া গ্রামের শিক্ষক কাজী আব্দুল্লাহর বাড়িতে ১৫/১৬ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় কাজী আব্দুল্লাহর স্ত্রী শাহনাজ ফোন দিয়ে জামাল শেখকে ডেকে নেন। ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ আহত হন। একপর্যায়ে এলাকায় ব্যাপক হৈ-চৈ শুরু হলে দস্যুদল ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা জামাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভর্তি থাকা অবস্থায় ভোরে জামাল শেখের মৃত্যু হয়।

তেরখাদা থানার মো: গোলাম মোস্তফা বলেন, ‘ডাকাতদের আটকের ব্যপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!