খুলনায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে খানজাহান আলী থানাধীন আফিলগেটে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস।
নিহত ব্যক্তি ঝিনাইদহের মহেশপুর যোগিহোতা গ্রামের কাদির মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৮)। আহত হয়েছেন একই এলাকার নজরুলের ছেলে সোহেল রানা (২২)।
এর আগে গতরাতে নগরীর শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। একই ঘটনায় অপর একজন মারাত্মক আহত হয়েছে।
খুলনা গেজেট/ এস আই