খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইনজীবী আলিফ হত্যা : ভিডিও দেখে শনাক্ত ১৩ জন, গ্রেপ্তার ৭

খুলনায় টিকা গ্রহণ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণে লাখ ছাড়িয়েছে। শুরু থেকে আজ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১ লাখ ৬শ’ ৭৭ জন।। এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৮শ’ ৭৮ জন ও নারী ৩৭ হাজার ৭শ’ ৯৯ জন। আজ রোববার টিকা নিয়েছেন ৫ হাজার ৪শ’ ২৪ জন। তন্মাধ্যে পুরুষ ৩ হাজার ১৫ জন এবং মহিলা ২ হাজার ৪শ’ ৯ জন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় টিকা প্রদান কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি। সপ্তাহে শুধু শুক্রবার বাদে অন্য ছয়দিন টিকা দেয়া হচ্ছে। প্রথম দিনে টিকা দেয়া হয়েছিল ৮শ’ ৬৩ জনকে। তার মধ্যে পুরুষ ছিল ৬শ’ ৪৪ জন ও নারী ২শ’ ১৯ জন। পর্যায়ক্রমে টিকা গ্রহণকারী বাড়তে থাকে। একপর্যায়ে ১৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৯ হাজার ৭শ’ ৩২ জন ব্যক্তি টিকা গ্রহণ করেন। সেদিন ৫ হাজার ৮শ’ ২১ জন পুরুষ ও ৩ হাজার ৯শ’ ১১ জন নারী টিকা গ্রহণ করেন। আজ রোববার টিকা নিয়েছেন ৫ হাজার ৪শ’ ২৪ জন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ১ হাজার ৭শ’ ৭৬ জন এবং নয়টি উপজেলায় মোট ৩ হাজার ৬শ’ ৪৮ জন।

উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় ৩শ’ ৫০ জন, দাকোপ ১ হাজার ৩০ জন, দিঘলিয়ায় ২শ’ ৭০ জন, ডুমুরিয়ায় ৬শ’ ২২ জন, ফুলতলায় ১শ’ ৭০ জন, কয়রায় ৩শ’ ৮৩ জন, পাইকগাছায় ৪শ’ ১০ জন, রূপসায় ২শ’ ৭ জন এবং তেরখাদায় ২শ’ ৬ জন টিকা গ্রহণ করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!