খুলনা থেকে কিশোর গ্যাং এর পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। আটক কিশোরেরা ‘জিহাদ গ্যাং’ গ্রুপের সক্রিয় সদস্য। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটায় লবনচরা খানজাহান আলী সেতুর নিচ থেকে তাদের আটক করা হয়।
র্যাবের দেওয়া তথ্যে জানা যায়, খানজাহান আলী সেতুর নিচে জিহাদ গ্যাং এর কয়েকজন সদস্য একটি মেয়ে ও একটি ছেলেকে মারধর করছে এবং অসাধু উদ্দেশ্যে তাদের তুলে নেওয়ার চেষ্টা করছে। এমন গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছে দেখতে পায় কিশোর গ্যাং এর সদস্যরা একটি মেয়ে ও এটি ছেলেকে মারধর করছে এবং তাদের নিয়ে টানাহেঁচড়া করছে। এ সময় আভিযানিকদলটি ভিমটিমদের উদ্ধার করে এবং ‘জিহাদ গ্যাং’ এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
কিশোর গ্যাং সদস্যদের প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে এবং সংশোধনের জন্য র্যাবের নিকট প্রতিশ্রুতি দেয়।
পরবর্তীতে এ বিষয়ে কেএমপি খুলনার লবনচরা থানায় জিডি করে কিশোর গ্যাং এর সদস্যদের জিডিমূলে সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা (সিএমএম কোর্ট) এর নিকট সংশোধনের জন্য প্রেরণ করা হয়।
খুলনা গেজেট/ এস আই