খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

খুলনায় গৃহস্থলির বর্জ্য থেকে ডিজেল, সার ও বিদ্যুৎ উৎপাদনে পরামর্শক সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরীতে প্রতিদিনের উৎপাদিত গৃহস্থালির বর্জ্য থেকে ডিজেল, কমপোস্ট সার ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এডিবি’র অর্থায়নে ও নগর অঞ্চল উন্নয়ন (সিআরডি) প্রকল্প-২ এর কারিগরি সহযোগিতায় ৫৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ডুমুরিয়া উপজেলার শলুয়ায় ৪৪ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাব প্রজেক্ট (কমপোস্টিং প্লান্ট ও এ্যাসোশিয়েটেড ফ্যাসিলিটিস ইন কেসিসি ইনক্লুডিং এ্যাপ্রোচ রোড এট কুয়েট) আনডার সেকেন্ড সিটি রিজিয়ন ডেভলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক পরামর্শক সভা বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় সিটি মেয়র বলেন, আমরা আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই। তিনি কেসিসি’র সকল জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীকে এ লক্ষ্য পূরণে একাগ্রচিত্তে কাজ করার অনুরোধ জানান। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ প্রকল্পটি বাস্তবায়িত হলে তা দেশে মডেল হিসেবে বিবেচিত হবে। সড়ক ও ড্রেনের জায়গা যারা নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন খুলনার উন্নয়নের স্বার্থে তিনি স্ব উদ্যোগে জায়গাসমূহ ছেড়ে দেয়ার আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম, ইমাম হাসান চৌধুরী ময়না, আশফাকুর রহমান কাকন, শেখ মোশারাফ হোসেন, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, মোঃ আব্দুস সালাম, গোলাম মাওলা শানু, শেখ শামসুদ্দীন আহমেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, শেখ মোহাম্মদ আলী, মোঃ হাফিজুর রহমান মনি, এমডি মাহফুজুর রহমান লিটন, মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, মাজেদা খাতুন, সাহিদা বেগম, মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, মাহমুদা বেগম, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সিআরডি প্রকল্প-২ এর কমিউনিটি উন্নয়ন বিশেষজ্ঞ মোঃ আব্দুল্লাহ আল ফারুক, আরবান প্লানার মোঃ শামসুজ্জামান, ড্রেনেজ প্রকৌশলী গোলাম মোস্তফা, স্ট্রাকচার প্রকৌশলী মোঃ সামসুজ্জামান, জিআইএস মোঃ আশরাফ উজ জামান, খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজী মাসুদুল ইসলাম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুজ্জামান, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ, হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!