খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

খুলনায় গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় যথাযোগ্য মার্যাদায় গণহত্যা দিবস-২০২১ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হয়।

সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম। আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর।

ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয় ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত প্রতীকি ব্ল্যাক-আউট পালন করা হয় (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত)।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!