দেশব্যাপী গণটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও আগামী ২৮ থেকে ৩০ মার্চ গণটিকা ক্যাম্পেইনের (১ দিনে ১ কোটি) ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আগামীকাল সোমবার সকাল ৯টায় কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণটিকা ক্যাম্পেইনের (২য় রাউন্ড) উদ্বোধন করবেন।
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ৯টি করে গণ টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন টিকাদার ও ৩জন ভলেন্টিয়ার নিয়োজিত থাকবে। মহানগরীর মোট ২শ ৭৯টি কেন্দ্রে ১ লক্ষ্য ১ হাজার ৭১জনকে ২য় ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই