খুলনা মহনগরীতে ভারত ফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমবার (১৭ মে) খুলনা সদর থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশের ঐ সদস্যকে গ্রেপ্তার ও সাসপেন্ড করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ( মিডিয়া ) মোঃ জাহাংগীর আলম এক বিজ্ঞপ্তিতে জানান, গত ১৩ মে দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে সকাল ৮ টা পর্যন্ত খুলনা মহানগরীর খুলনা থানাধীন পিটিআই মোড়স্থ প্রাইমারি ট্রেনিং ইনষ্টিটিউট (পিটিআই) এর মহিলা হোস্টেলে ভারতফেরত বাংলাদেশী নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য স্থাপিত অস্থায়ী সেন্টারে নিরাপত্তা ডিউটিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগে কর্মরত এএসআই (নিঃ)/৪১০৬ মোকলেছুর রহমান (বিপি নং-৭৭৯৭০৪৭২১০) নিয়োজিত ছিলেন।
ডিউটিতে থাকাকালীন এএসআই মোকলেছুর রহমান নিচতলা হতে দ্বিতীয় তলায় কোয়ারেন্টাইনে অবস্থানরত জনৈক তরুণীর (২২) কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরর্বতী দিন ১৫ মে রাত ১২ টা ২০ মিনিটে আসামী আবার ভিকটিমের রুমে এসে পুনরায় মেলামেশা করতে চাইলে ভিকটিম চিৎকার করলে আসামী দ্রুত নিচে চলে যায়।
বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষের নজরে আসলে সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানকালে ঘটনার প্রাথমিক সত্যতা পরিলক্ষিত হলে কেএমপি’র প্রসিকিউশন আদেশ নং-১৭৬, রোববার (১৬ মে) এএসআই মোকলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে এএসআই মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে সোমবার (১৭ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই