বাংলাদেশ কৃষক লীগের গৌরবময় ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর কৃষক লীগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে সোমবার সকাল ৮ টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিকে মাল্যদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যাপক এবিএম আদেল মুকুল, মহানগর কৃষক লীগের সদস্য মো. মোস্তাকিম লালু, মো. শহীদুল হাসান, কানাই রায়, অনিক রায়, শেখ আবু বক্কর সিদ্দিকী বাবুল প্রমূখ।
খুলনা গেজেট/এমএইচবি