খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। আজ রবিবার (১৫ মে) দুপুরে কলেজ পড়ুয়া ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে আজ রবিবার(১৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। প্রাথমিকভাবে এঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং ১৫ (তাং ১৫-০৫-২২)। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপি’র উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার ডা: ফারহানা কবির বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষা করা হয়েছে। কাপড় পরীক্ষা করা হয়েছে। সোয়াব নেওয়া হয়েছে। তার শরীরে ১.২ হাইমেন পাওয়া গেছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া কথা শুনে মনে হয়েছে সে ধর্ষণের শিকার।
খুলনা গেজেট/ এস আই