খুলনা মহানগরীর মুহসিন মহিলা কলেজের একাদশ শ্রেনির ছাত্রীকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলে এখনও উদ্ধার হয়নি অপহৃত ছাত্রী ।
আদালত সূত্রে জানা গেছে, মুহসিন মহিলা কলেজের একাদশ শ্রেনির ছাত্রী বিএল কলেজ সংলগ্ন প্রোগ্রেজ কোচিং সেন্টারে পড়াশোনা করতো। পড়তে যাওয়ার সময় তাকে প্রায় সময় উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত মহেশ্বরপাশা দিঘির পশ্চিম পাড়ের মোঃ আফজাল শেখের ছেলে জান্নাতুল ফেরদৌস। প্রেমের প্রস্তাবে রাজি না হলে মেয়েকে অপহরণ করা হবে বলে হুমকিও প্রদান করে সে।
রবিবার (৩০ মে) সকাল সাড়ে ৮ টায় ভিকটিম প্রতিদিনের ন্যায় কোচিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় তার পরিবার খোঁজ নিতে থাকে। পরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে জানতে পারে তার মেয়েকে আসামি জান্নাতুল ফেরদৌস ও তার সহযোগীরা জোরপূর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে গেছে। তিনি বাদী হয়ে আজ দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যার নং ১।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিজান ফারাজি, শাহিনুর বেগম পলি ও শাহিদা বেগমকে গ্রেপ্তার করেছে। এখনও মূল আসামি গ্রেপ্তার হয়নি। আসামি তিনজনকে আদালত কারাগারে প্রেরণ করেছে।
খুলনা গেজেট/ এস আই