বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হোটেল কর্মচারী রাধুনীকে দীর্ঘদিন ধরে ধর্ষনের ঘটনার মামলায় হোটেল মালিক এনামুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ মে) খুলনার ডুমুরিয়া উপজেলা সদর বাজারে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া বাস স্ট্যান্ডে অবস্হিত ভাই ভাই হোটেলের মালিক এনামুল খান (৩৫) তার হোটেলে কর্মরত রাধুনি নারী (৩৯) কে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার জের ধরে গত ১৫ অক্টোবর এনামুল কোমল পানীয় এর ভিতরে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাধুনীকে খাওয়ায়ে অজ্ঞান করে তাকে ধর্ষণ করে। পরবর্তিতে এনামুল ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে প্রায়ই অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে।
সর্বশেষ গত ২০ মার্চ ওই নারীকে ধর্ষনের পর তাকে বিয়ে করার কথা বললে এনামুল ছলচাতুরী শুরু করে এবং এক পর্যায়ে ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় ভূক্তভোগী নারী হোটেল মালিক এনামুলকে আসামী করে সোমবার (৩১ মে) থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ওই নারীর দায়েরকৃত মামলায় আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ভীকটিম নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।