খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দুর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা

খুলনায় করোনা ও উপসর্গে শিক্ষিকাসহ ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৯

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এক শিক্ষিকাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনায়, বাকি ৪ জন মারা গেছেন উপসর্গে। গতকাল সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুমেক হাসপাতাল ও করোনা ডে‌ডিকেটেড হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ‌দি‌কে গত ২৪ ঘণ্টায় আরও ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে করোনা আক্রান্ত মির্জা খুরশিদা আক্তার চম্পা (৫৬) মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে ১৬ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি নগরীর ৯ রামচন্দ্র দাস লেনের মোল্লা আলিম হোসেনের স্ত্রী।

এ‌দিকে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যা করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার শামসুল হকের ছেলে মোহাম্মদ আলী (৫৮), যশোরের মনিরামপুরের মহাদেবপুর এলাকার আব্দুল খার ছেলে মতিয়ারের (৪৫), যশোরের কোতোয়ালি থানার ষষ্ঠীতলা এলাকার মৃত হাজারীলাল রায়ের পুত্র দিলীপ রায় (৬৪) ও খালিশপুর থানার নয়াবাটি এলাকার আঃ বাসিন্দা সাত্তারের ছেলে মোঃ আব্দুল হালিম (৩৭)।

তিনি আরও জানান, সোমবার দিবাগত সোয়া ১২টার দিকে দৌলতপুরের মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। তিনি জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওইদিন বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে তার নমুনা সংগ্রহ করা হয়নি বলে হাসপাতাল সূত্র জানায়।

রাত ৩টার দিকে মৃত্যু হয় যশোরের মনিরামপুরের মতিয়ারের। তিনিও করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে ভর্তি হয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন দিবাগত রাতে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে যশোরের কোতয়ালী থানার দিলীপ রায়ের। তিনি জ্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সোমবার বিকেলে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। এ দু’জন করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মৃত্যু হয় খালিশপুর থানাধীন নয়াবাটি এলাকার আব্দুল হালিমের। গত কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগে সোমবার হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুলনা গেজেট / এমবিএইচ / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!