খুলনায় শনিবার (১২ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আঃ মজিদ খান ও কাজী জালাল উদ্দীন নামে ২ জনের মৃত্যু হয়েছে।
মৃত আঃ মজিদ খান (৬৮) যশোরের কেশবপুর এলাকার মৃত তোরাব আলী খানের ছেলে ও মৃত কাজী জালাল উদ্দীন (৭০) ফুলতলা বেজের ডাংগা এলাকার মৃত সদম আলীর ছেলে। তারা দুজনেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত আঃ মজিদ খান করোনা আক্রান্ত হয়ে গত ৩ জুন খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ৩টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত কাজী জালাল উদ্দীন করোনা আক্রান্ত হয়ে আজকেই খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি রাত ৮টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন।
এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৫৬ জনের করোনা পজিটিভ এসেছে । প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৫৬ জন খুলনা মহানগরী ও জেলার।
এরমধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৯ জন, বাগেরহাট ৩ জন, যশোর ২ জন, নড়াইলের ১ জন ও মাগুরা জেলার ১ জন রয়েছে।
খুলনা গেজেট/ এস আই