করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা খুলনার শিরোমনি এলাকার আবেজান্নেসা (৯৫) ও নড়াইল সদরের রিজিয়া বেগম (৬৫)।
এছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের পূর্ণিমা অধিকারী (৭০) নামের একজন নারীর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘন্টায় ২০০ শয্যার ডেডিকেট করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। এমনটাই জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।
খুলনা গেজেট/এনএম