খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, বাগেরহাটের মোংলার সোনা বড়ু (৬০) ও শরণখোলার মো. আব্দুল মজিদ (৭৫)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৫০ জনের মৃত্যু হলো।
এদিকে বুধবার (১৯ মে) রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রেডজোনে ৩৭ জন এবং ইয়োলো জোনে ২৪ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ছয়জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনা বড়ু নামে এক নারী মারা যান। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার এজেম্বার মোল্লার স্ত্রী।
এর আগে মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাত সোয়া ১টায় একই স্থানে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল মজিদ নামে আরেক রোগীর মৃত্যু হয়। তিনি বাগেরহাটের শরণখোলার মৃত হোসেন আলীর ছেলে। গত ১০ মে তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এদিকে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বাগেরহাটের সাতজন, সাতক্ষীরার একজন, চট্টগ্রামের একজন, ঢাকার একজন, যশোরের একজন, পিরোজপুরের একজন, গোপালগঞ্জের একজন ও ঝিনাইদহের একজনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি/এমএম