খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একাত্তরের পরাজিত শক্তিরা স্বাধীনতা এ মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভূলন্ঠিত করেছে । দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বালাদেশের জনগনের স্বপ্নের পদ্মা সেতুর কাজ যখন সম্পন্ন হচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য দেশে নতুন ইস্যু তৈরি করেছে। বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এ দেশের জনগন সফল হতে দিবে না।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও গুলিবর্ষণের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৪টায় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজউজ্জামান সজল এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ওয়ার্ডের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়। ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজুল ইসলাম টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শ্যামল সিংহ রায়, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মোস্তাফিজুর রহমান মন্টু, রতন মিত্র, কামরুল ইসলাম, অভিজিৎ চক্রবর্তী দেবু, জব্বার আলী হীরা, বিপ্লব সাহা , রাজিব সাহা, মো. সাইফুল ইসলাম, রনবিড় বাড়ই সজল, আসাদুজ্জামান বাবু, প্রনব চত্রবর্তী, এম এ হোসেন সবুজ, সুমন ইসলাম, হাফিজুর রহমান, বাপ্পি রায়, মানিক শীল, বাবু শীল, রবিন দাস, সেতু সাহা, শ্যামল দত্ত, কমল দে, মো. ফয়সাল, মাসুমুর রশীদ, আশীয় সাহা, গোপাল দত্ত, আনোয়ার হোসেন, অশীম শীল প্রমুখ। খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এ হোসেন