দেশের এক কোটি জনগোষ্ঠীকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ায় পরিকল্পনার অংশ হিসেবে আজ শনিবার(২৬ ফেব্রুয়ারি) খুলনা জেলায় এক লাখ ৮১ হাজার পাঁচশত ১২ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়েছে।
এর মধ্যে পুরুষ ৮৬ হাজার পাঁচশত ২৯ জন এবং মহিলা ৯৪ হাজার নয়শত ৮৩ জন। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের দুইশত ৭৯টি কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন ৮৬ হাজার ছয়শত ৪৮ জন।
এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ৯৪ হাজার আটশত ৬৮ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়। উপজেলাগুলোর মধ্যে দাকোপে আট হাজার দুইশত ৯০ জন, বটিয়াঘাটায় ১৪ হাজার সাতশত চার জন, দিঘলিয়ায় সাত হাজার তিনশত ৫০ জন, ডুমুরিয়ায় ১৮ হাজার ৪২ জন, ফুলতলায় নয় হাজার একশত ৪২ জন, কয়রায় সাত হাজার আটশত ২২ জন, পাইকগাছায় ছয় হাজার দুইশত ৮৬ জন, রূপসায় ১৫ হাজার দুইশত ৮৪ জন এবং তেরখাদায় সাত হাজার সাতশত ৭০ জন টিকা গ্রহণ করেছেন।
স্বতস্ফুর্তভাবে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে প্রথম ডোজ টিকা গ্রহণ করতে দেখা যায়। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা গেজেট/ এস আই