খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

খুলনায় এক‌দি‌নে টিকা নিয়েছেন প্রায় সা‌ড়ে ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) খুলনায় টিকা নিয়েছেন ৫হাজার ৪শ’ ৮৭ জন ব্যক্তি। এরমধ্যে ৩ হাজার ৫শ’ ৬৫ জন পুরুষ ও ১ হাজার ৯শ’ ২২ জন নারী রয়েছে। গতকাল শনিবার টিকা নিয়েছিল ৫ হাজার ৪শ’ ৯৬ জন। খুলনায় এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২৬ হাজার ১শ’ ৮৬ জন। মহানগরে ১৩ কেন্দ্রে ২৯টি টিম ও নয়টি উপজেলায় প্রতিটিতে তিনটি করে ২৭টি টিমের মাধ্যমে এই টিকা প্রদান করা হচ্ছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় খুলনায় ৭ ফেব্রুয়ারি সকাল থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান শুরু হয়েছে। আজ রবিবার সপ্তম দিনে টিকা দেয়া হয়েছে ৫ হাজার ৪ শ’ ৮৭ জন ব্যক্তিকে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ হাজার ৫শ’ ৩৯ জনকে টিকা দেয়া হয়েছে। যার মধ্যে ১ হাজার ৮শ’ ২৯ জন পুরুষ ও ৭১০ জন মহিলা রয়েছে।

আর নয়টি উপজেলায় দেয়া হয়েছে ২ হাজার ৯শ’ ৪৮ জনকে। যার মধ্যে ১ হাজার ৭ শ’ ৩৬ জন পুরুষ ও ১ হাজার ২শ’ ১২ জন মহিলা। আর কয়রা উপজেলায় ১৫০, বটিয়াঘাটায় ৩৪০, দাকোপে ৬৪৮, দিঘলিয়ায় ২১৮, ডুমুরিয়ায় ২৭৭, ফুলতলায় ২৩৮, পাইকগাছায় ৩৯০, রূপসায় ৪৭০ এবং তেরখাদায় ২১৭ জনকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত মোট ২৬ হাজার ১শ’ ৮৬ জন ব্যক্তিকে টিকা দেয়া হয়েছে। প্রথমদিনে দেয়া হয়েছেল ৮শ ৬৩ জনকে।

আরও জানা যায়, খুলনা জেলায় করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ২৭টি টিম কাজ করছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে। অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৪০ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। ৪০ বছরের নিম্নে যারা অগ্রাধিকার তালিকায় অন্তর্ভূক্ত কিন্তু জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন বা হচ্ছেন তাদের প্রাতিষ্ঠানিকভাবে linedirector@mis.dghs.gov.bd মেইলে জাতীয় পরিচয়পত্র নম্বর এর তালিকা প্রেরণ করতে হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!