খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘন্টার রিপোর্টে ৪৭০ জনের করোনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ এসেছে। তন্মধ্যে খুলনায় ২১৬ জনের পরীক্ষায় ২২ জনের পজেটিভ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৪৭০ জনের করোনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ২২ জন এবং বাগেরহাটের, যশোর ও পিরোজপুরে ১ জন করে করোনা আক্রান্ত হয়েছে।
খুলনা গেজেট/ টি আই