খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

খুলনায় একদিনে সর্বোচ্চ টিকাগ্রহণকারী ৯ হাজার ৭শ’ ৩২জন

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণে সাধারণ মানুষের বয়সের সর্বনিম্নসীমা কমিয়ে ৪০ বছর করায় খুলনায় টিকা গ্রহণকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় আজ (বৃহস্পতিবার) মোট নয় হাজার সাতশত ৩২জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার পাঁচশত ৪১ জন এবং নয়টি উপজেলায় মোট ছয় হাজার একশত ৯১ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার আটশত ২১ জন এবং মহিলা তিন হাজার নয়শত ১১ জন।  এ পর্যন্ত মোট নিয়েছেন ৫৭ হাজার ২শ’ ৪৩ জন।

উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় এক হাজার, দাকোপ এক হাজার দুইশত ৩৩জন, দিঘলিয়া তিনশত ৫৯ জন, ডুমুরিয়া আটশত ৫৯ জন, ফুলতলা তিনশত ৯৩ জন, কয়রা তিনশত ৫০ জন, পাইকগাছা নয়শত ১০ জন, রূপসা সাতশত ১৭ জন এবং তেরখাদায় তিনশত ৭০ জন টিকা গ্রহণ করেছেন। সূত্র : তথ্যবিবরণী।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!