খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় গত ২৪ ঘন্টায় ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে । একই সময়ে খুলনা করোনা ইউনিটে মারা গেছে আরও ২ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১০৩ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩১ জন, বাগেরহাটের ২ জন, যশোর ৩ জন, নড়াইল ১ ও নওগাঁর ১ জন রয়েছে।
এদিকে শুক্রবার (০২ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত দশদিনে ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে বর্তমানে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন রোগী।
খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার মনিরুজ্জামান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর খালিশপুর আলমনগর এলাকার আবু তাহেরের ছেলে। গত ২২ মার্চ করোনা আক্রান্ত অবস্থায় তিনি খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে আজ সকাল ৯ টার দিকে করোনা আক্রান্ত ভর্তি রোগী আকরাম হোসেন(৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ তিনি বাগেরহাট সদরের শানতলা এলাকার বাসিন্দা আফছার উদ্দীনের ছেলে। গত ২৯ মার্চ করোনা আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। আজ সকালে তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/ টি আই