ইংরেজিতে দক্ষতা অর্জনে সচেতনতা বৃদ্ধির জন্য খুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ইংলিশ নিউজেন লিডার্স সেশন-১’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ মার্চ) খুলনার পাইওনিয়র মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কোয়ালিটি এডুকেশন সম্পর্কে আলোচনা, পরীক্ষা গ্রহণ, সেরা ২০ জনকে সার্টিফিকেট ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
ইন্ডিকেটরস ইংলিশ ইনস্টিটিউটের সহযোগিতায় কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ডু ফর বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইন্ডিকেটরস ইংলিশ ইনস্টিটিউট এর সিইও এইচএম মারজান উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সেশনে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা অর্জনে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শাহজাহান কবীর, নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক মো. ওবাইদুল্লাহ, গ্লোবাল অ্যাকশন এম্বাসেডর বাংলাদেশ’র লেখক শাহহির খান, ফাহাদ এম নাবিদ, ইশরাত জাহান ঐশি।