প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় মোয়াজ্জেম হোসেন আলাল শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরণের কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যা বিএনপি’র ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হচ্ছে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি বক্তব্য প্রদান করেন। যা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম।
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম বলেন, আসামি এ ধরনের বক্তব্য প্রদান করে জঘন্যতম অপরাধ করেছেন।
এ বিষয়ে তিনি মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অজ্ঞাতনাম ১০-১২ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেছেন, যার নং ১৩।