খুলনার রাজবাঁধ এলাকায় আধুনিক কসাইখানা (সেমি মডার্ণ অটো স্লটার হাউজ) নির্মাণকল্পে খুলনা সিটি কর্পোরেশন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম সোমবার রাতে ঢাকাস্থ ফার্মগেটে অবস্থিত প্রাণি সম্পদ অধিদপ্তরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বার করেন।
আরও পড়ুন : খুলনায় নির্মাণ হবে আধুনিক কসাইখানা, ব্যয় ৮৩ কোটি টাকা
এ সময় প্রকল্পের চীফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী, উপপ্রকল্প পরিচালক পার্থ প্রদীপ সরকার, মো: শাহ আলম বিশ^াস, ড. মুস্তানুর রহমান, কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে খুলনায় নির্মাণ হচ্ছে আধুনিক কসাইখানা। খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের রাজবাধে সিটি কর্পোরেশনের ১০০ শতক জমির উপর ‘সেমি মডার্ন অটো স্লোটার হাউস’ নির্মাণ হবে।এতে ব্যয় হবে 83 কোটি টাকা। বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করেছে