খুলনায় অস্ত্র আইনের মামলায় আসামি আলামিন মোল্লাকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গার রাড়ীপাড়া এলাকার আ: হালিম মোল্লার ছেলে সে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলনা ৫ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক চৌধুরী মো: মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো: নজরুল ইসলাম এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের সূত্র জানায়, ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে রাতে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলষ্টেশনের পশ্চিম পাশে ইমানের বাগানে গাঁজার একটি বড় চালান বিকিকিনি হবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় রাত সাড়ে আটটার দিকে ওই বাগানে অভিযান চালায়। গাঁজা লেনদেনের সময় আলামিনকে আটক করতে পারলেও আরও একজন একটি ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া আলামিনের দেহ তল্লাশির সময় কোমর থেকে একশ’ গ্রাম গাজা ও দেশী তৈরি বন্দুক এবং প্যান্টের পকেট থেকে একটি গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মুক্ত রায় চৌধুরী ওই দিন রাতে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন, যার নং ৮। একই বছরের ১৯ মে গোয়েন্দা পুলিশের এসআই মোল্লা লুৎফর রহমান আলামিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।