খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশকে সমস্তক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার পিতার পথ অনুসরণ করে নিজেকে জনসেবায় বিলিয়ে দিচ্ছেন। যার ধারবাহিকতায় দেশ আজ উন্নয়নের শিখরে। তিনি দেশের মানুষের কথা সব সময় ভাবেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক অসুস্থ ও মৃত সাংবাদিকদের পরিবারের মাঝে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। কেইউজের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, কেইউজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কেইউজের সাবেক সভাপতি মামুন রেজা, বিএফইউজের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে ১৮ জন অসুস্থ, অস্বচ্ছল ও মৃত সাংবাদিকদের পরিবারের মাঝে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।