খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

খুলনায় অনুষ্ঠিত হলো বিডি অ্যাপস মিটআপ ২০২১

নিজস্ব প্রতিবেদক

বিডি অ্যাপস এর আয়োজনে খুলনার বিডি অ্যাপস ডেভেলপার এবং ডেভেলপার হিসেবে কাজ করতে আগ্রহীদের সাথে অনুষ্ঠিত হলো বিডি অ্যাপস খুলনা মিটআপ ২০২১।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই মিটআপ অনুষ্ঠান। আয়োজনে বিডি অ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বিডি অ্যাপস খুলনা মিটআপে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটের সালাহ উদ্দিন, সিফাত উল হক সনেট, বিডি অ্যাপস বিজনেস এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, শাহেদ সাদ উল্লাহ, বিডিঅ্যাপস চট্টগ্রামের আরিফ হাসান রিয়াদ, আরিফ হায়দার, মীর রিয়াজ এবং খুলনার বিজনেজ এক্সিকিউটিভ সৈয়দ ফাহাদ মাহমুদ, রবি খুলনা ক্লাষ্টার অফিসের তানিম হাসান এবং চ্যানেল খুলনা’র সিইও হাসানুর রহমান তানজির।

উল্লেখ্য, বিডি অ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে সহজেই ডেভেলপারগন ও উদ্যক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের আপন শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডি অ্যাপস। তথ্য সূত্র : প্রেস রিলিজ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!