আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.০০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৩ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৩.০০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
শনিবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি জানান।