খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল বিভাগে ফের শুনানি ১ জুন
  চার জেলা দিয়ে ১৩৮ জনকে পুশইন করেছে বিএসএফ

খুলনার ৬৮ ইউনিয়নে সাত মার্চে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ৬৮টি ইউনিয়নে দিনটি পালনে নানা কর্মসূচির নির্দেশনা দিয়েছে। উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালিত হবে। জেলা পর্যায়ের আকর্ষণীয় কর্মসূচির মধ্যে রয়েছে পীর খানজাহান আলী (রঃ) সেতু থেকে রূপসা উপজেলার কুদীর বটতলা পর্যন্ত আলোকসজ্জ্বা করা।

সাত মার্চ পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সকল সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টরী প্রদর্শন, চলচ্চিত্র প্রদর্শন, আলোকচিত্র প্রদর্শন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রতিযোগিতার উপর প্রতিযোগিতার আয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, স্বাস্থ্য বিভাগ, শিল্পকলা একাডেমী ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ খুলনার গল্লামারীস্থ তৎকালীন বেতার কেন্দ্র থেকে আট মার্চ সকালে প্রচার হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!